Home » ২০২২ সালের বিজয় দিবস -কবি রৌনকা আফরুজ সরকার

২০২২ সালের বিজয় দিবস -কবি রৌনকা আফরুজ সরকার

কর্তৃক Md. Sohel Rana
608 ভিউস
  • মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-

২০২২ সালের বিজয় দিবস
-কবি রৌনকা আফরুজ সরকার, নরসিংদী।

স্বাধীনতার বিপক্ষ শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠেছে
তাদের মুখে আবার ত্রাসের বুলি ফুটেছে।
করছে অসুর ক্ষমতা দখলের নেশায় ঘুরঘুর
বিজয়ের মাসেই বাজাতে চাইছে বেদনার সুর।

স্বাধীনতার বিপক্ষ শক্তি ঘটাতে চায় অঘটন
ক্ষমতা দখল আর ত্রাস তাদের মনের মতোন।
বীর বাঙালি একাত্তরের মতো জেগে ওঠ
সময় থাকতে অসুরের দাপট রুখ।

আমরা বিজয় মিছিলে চাই যেতে
চাই স্বাধীনতার স্বাধ পেতে।
২০২২ সালে বিজয়ের মাসে কেন এত আতংক?
অসুরের নাচনে দেখে মেলেনা স্বাধীনতার অংক।

আজ সুস্হ আর অসুস্হ দুই ভাগে বিভক্ত জনমত
অসুস্থ জনমত খুঁজে সন্ত্রাস দ্বারা ক্ষমতা দখলের পথ,
অসুস্থ জনমত না রুখলে স্বাধীনতা গিলে খাবে কুমির
বিজয় দিবসে নেমে আসবে আঁধার তিমির।

বিজয়ের এই পবিত্র মাসে
দেশ ভরে গেছে ত্রাসে,
জাগ্রত আবার একাত্তরের হায়না
ধরেছে আবার ক্ষমতা দখলের বায়না।

আবার হোক অসুর নিধন
বিজয় দিবসে বিজয়ের আনন্দে ভরে যাক মন,
চাইনা বোমা, ককটেল, গ্রেনেড, অগ্নিসন্ত্রাস
বিজয় দিবসে খেলুক হৃদয়ে স্বাধীনতার রাজহাঁস।

-কবি রৌনকা আফরুজ সরকার, নরসিংদী।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন