- “মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-
স্মৃতি ভেজা
-এস এম মাসুদ রানা, ময়মনসিংহ।
আমি আজ তোমার কাছে
কি বিশ্বাস হচ্ছে না?
তবে হেমন্তের কুয়াশা ছুঁয়ে দেখো
আমাকে খোঁজে পাবে তুমি।
আমি আজ বড্ড ক্লান্ত হয়ে
চেঁচুয়া শাপলা বিলে এসেছি
কি বিশ্বাস হচ্ছে না?
তবে তুমি লাল শাপলার
সুগন্ধি মেখে দেখো
আমি তোমার কতোটা কাছে এসেছি ।
আমি আজ মগরা নদীর জলে
কি বিশ্বাস হচ্ছে না?
তবে তুমি মগরার বুকে সাঁতার কেটে দেখো
আমি তোমার সর্বাঙ্গে মিশে গেছি।
আমি আজ হেলেঞ্চা ঝোপে
কি বিশ্বাস হচ্ছে না?
তবে তুমি হেলেঞ্চা ঝোপে এসে দেখো
এ মাটির নিচে আমি ঘুমিয়ে আছি।
আমি আজ তোমার অতীত
কি বিশ্বাস হচ্ছে না?
তবে তুমি চল্লিশা রেল স্টেশনে
স্মৃতি ভেজা জাদুঘরে এসে দেখো
খোঁজে পাবে তোমার বিশ্বাসঘাতকতা চিহ্ন।
লেখক-এস এম মাসুদ রানা, ময়মনসিংহ।
কবি ও সাংবাদিক।