Home » “স্মার্ট বাংলাদেশ” আমার ভাবনা -সৈয়দ মিজানুর রহমান

“স্মার্ট বাংলাদেশ” আমার ভাবনা -সৈয়দ মিজানুর রহমান

কর্তৃক Md. Sohel Rana
587 ভিউস
  • আলাপ-আলোচনা-সমালোচনা-
  • (ধারাবাহিক পর্ব-১)

“স্মার্ট বাংলাদেশ” আমার ভাবনা -সৈয়দ মিজানুর রহমান, শ্রীমঙ্গল, সিলেট।

“স্মার্ট বাংলাদেশ” একযোগে এই শ্লোগানটির বাস্তব রূপ ধীরে ধীরে উঁকি দিতে শুরু করেছে মেট্রোরেল চালুর মাধ্যমে.. “স্মার্ট বাংলাদেশ” এ ভাবেই বাংলাদেশের মাটিতেই বাস্তবায়ন হবে.. তবে মাটি অবশ্যই থাকবে! মাটিতে রোপিত হবে ফসল! ধান, গম, পাট, ভুট্টা, সরিষা সব কিছুরই চাষ হবে! স্মার্ট বাংলাদেশ মানে এই নয় যে কেউ আর কৃষি খামারে পড়ে থাকবেনা এই নয়! সবই থাকবে, তবে সেখানে বুদ্ধিমত্তার যোগান থাকবে, কৃষি কাজটাও হবে আধুনিক উপায়ে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে! যেখানে কৃষির উর্বরতা উন্নয়ন তরান্বিত হতে থাকবে!দীর্ঘ মেয়াদি ফসল উৎপাদনের ভোগান্তি থেকে নিষ্কৃতি পেতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে স্বাচ্ছন্দ্যে ফসল ফলাবে স্বল্প সময়ে! একইভাবে প্রত্যেকটা খাতে স্মার্টন্যাস আসবে! বলার অপেক্ষা রাখেনা আমাদের চা দোকান গুলোতেও স্মার্টনেস আসবে..

( চলবে….. )

লেখকঃ সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক , সম্পাদক- সাপ্তাহিক চায়ের রাজধানী,শ্রীমঙ্গল, সিলেট।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন