Home » সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে হাঁস ও হাঁসের খাবার বিতরণ

সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে হাঁস ও হাঁসের খাবার বিতরণ

কর্তৃক Md. Sohel Rana
674 ভিউস
  • টাঙ্গুয়ার হাওরে প্রতিবেশ প্রকল্পের বন্যায় ক্ষতিগ্রস্থদের  মাঝে হাঁস ও হাঁসের খাবার বিতরণ

সুনামগঞ্জ  জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর-২২) দিনব্যাপী ইউএসএইডে’র অর্থায়নে প্রতিবেশ প্রকল্পের উপকারভোগীদের এ সব হাঁস ও হাঁসের খাবার বিতরন করা হয়। টাঙ্গুয়ার হাওর ভিত্তিক ২টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪১টি সার্বিক গ্রাম সমবায় সমিতির সদস্যদের মধ্যে জনপ্রতি ১৫টি হাঁস ও ৩০ কেজি করে হাঁসের খাবার বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। হাঁস ও হাঁসের খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন প্রতিবেশ প্রকল্পের গভর্নেন্স অফিসার শাহাদাত হোসেন ও প্রকল্পের স্থানীয় কর্মীবৃন্দ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন