Home » শোক সংবাদ

শোক সংবাদ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
358 ভিউস

অতি দুঃখের সহিত জানানো যাইতেছে যে আমঝুপি ইউনিয়নের সাবেক মেম্বার ও রাজনগর দাখিল মাদ্রাসার শিক্ষক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার জামায়াতের রুকন , হিজলী গ্রামের কৃতি সন্তান রাশেদুল ইসলাম গত রাত সাড়ে ১০ সময় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন ইন্তেকাল করিয়াছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় হিজলী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের এই জানাযায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন মরহুমের পরিবার।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন