Home » শীতের দেখা, -সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ

শীতের দেখা, -সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ

কর্তৃক Md. Sohel Rana
716 ভিউস

শীতের দেখা
সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।

শীতের দেখা পাই আমি
সকালে গেলে মাঠে,
গেঁয়ো চাষী এখনো মাঠে
পাকা ধান কাটে।

হাটে গেলে হরেক সবজি
কমেছে কিছু দাম,
মূলা পালং বেগুন টমেটো
বলব কত নাম।

কুয়াশার চাদর গায়ে দিয়ে
আসবে হিম বুড়ি,
সাথে সে আনবে তার
নাতি কয়েক কুড়ি।

শীতের দেখা পাই আমি
সকাল বিকেল বেলা,
ঠান্ডা হাওয়া দেহ মনে
করছে এসে খেলা।

রচনা কাল- ১৮/১১/২২ইং

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন