
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ফেব্রুয়ারি-২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদর উদ্দীনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মোঃ জুবায়েদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী আবেদ হোসেন, সদস্য (অর্থ) (যুগ্ম সচিব) মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট। অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।