Home » মেহেরপুরের নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

মেহেরপুরের নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
100 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
(২০/০৭/২৫):
সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মেহেরপুরের ৩টি থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সন্ত্রাস বিরোধী বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। গেল রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এরা হচ্ছে- মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাকদ শেখ আবু সাইদ (২৫), তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৮), রামনগর গ্রামের ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান (৫০), আওয়ামী লীগ সমর্থক নওপাড়া গ্রামের আবুল বাসার (৩৮) ও রাজারপাড়া হেমায়েতপুর গ্রামের আসাদুল হক (৫৫) এবং মেহেরপুর শহরের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থক অঙ্কুস (২৮) পুলিশ জানায়, মেহেরপুরের ৩টি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়ার মামলা তদন্তাধীন রয়েছে। ওই মামলার আসামি হিসেবে স্ব স্ব থানায় তাদেরকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করেছেন বলে জানান মেহেরপুর সদর থানা পুলিশ ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন