Home » মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু ও তার এক সহযোগীসহ সাতক্ষীরায় আটক।

মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু ও তার এক সহযোগীসহ সাতক্ষীরায় আটক।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
78 ভিউস

মুজিবনগর উপজেলা সংবাদদাতা :
১১/১০/২৫
মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুকে তার সহযোগীসহ আটক করেছে সাতক্ষীরা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মন্টু মিয়ার বাগানবাড়ি ও শহরতলীর খড়িবিলার মোড়ে অভিযান চালিয়ে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত অনলাইন ক্যাসিনোর সম্রাট মোরশেদুল আলম লিপু গাজী (২৮) মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশের ডিআইওয়ান। আটক তার অপর সহযোগী মেহেরপুর জেলার বামনপাড়া গ্রামের মাতুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)। এসময় তাদের নিকট হতে ১৬ টি মোবাইল ফোন ৩ টি ল্যাপটপ উদ্ধার করে জব্দ করে।
সাতক্ষিরা জেলা পুলিশের এক পেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক কৃতরা জিজ্ঞাসাবাদে আমাদের জানাই তারা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলায় প্লাটফর্ম পরিচালনা করে আসছে। তাদের দখল হতে অনলাইন জুয়াই ব্যবহৃত ডিভাইজ জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে
গ্রেফতার মোঃ মোরশেদুল আলম লিপু এর নামে ডিএমপির পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নম্বর ৩৭/৫৭৩ তারিখ ১৪ নভেম্বর ২০২১ খ্রি: বিচারাধীন আছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন