Home » মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নারী আইনজীবী নিহত-১, আহত-২

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নারী আইনজীবী নিহত-১, আহত-২

কর্তৃক Md. Sohel Rana
109 ভিউস

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নারী আইনজীবী নিহত-১, আহত-২

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব বাজারে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রােমানা আক্তার ছবি (২৪) নামক নারী আইনজীবী নিহত হয়েছেন। 

রোমানা আক্তার (ফাইল ফটো)

নিহত রােমানা আক্তার মেহেরপুর জেলা শহরের ক্যাশবপাড়ার খোকন ড্রাইভারের মেয়ে। রােমানা আক্তার একজন শিক্ষানবিশ আইনজীবী। জানা গেছে- বুধবার (১৮ডিসেম্বর-২৪) সকাল ৯টার দিকে চাচাতো ভাই বাবুর সাথে গাংনীর উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে গাংনীর গাঁড়াডোব গ্রামে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল রােমানা আক্তারকে বহনকারি মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রােমানা আক্তার সড়কের পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয়। এদিকে রােমানা আক্তারকে বহনকারি মােটরসাইকেল চালক পড়ে গিয়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন।

পলিশ জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন