
নিজস্ব সংবাদদাতা
২৪/০৯/২৫
মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা জামায়াত। আজ সন্ধ্যা সাড়ে ৬ টায়নন সময় জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুবু উল আলম, জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন , সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা,পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার।মেহেরপুর পূজা উদযাপন পরিষদ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক মাধব চন্দ্র ভাস্কর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ সাহা এবং জেলা-উপজেলা পর্যায়ের মন্দির কমিটির নেতারা। বক্তা বলেন শান্তিপূর্ণ, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উভয় সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান আলোচনা অংশগ্রহণকারীরা।

