মেহেরপুরে রয়েল পরিবহনের ধাক্কায় পশু চিকিৎসক নিহত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে রয়েল পরিবহনের ধাক্কায় শামিম আহমেদ (৩০) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে-২৩) সকাল ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুরে এ ঘটনা ঘটে। নিহত শামিম আহমেদ মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে। মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় আব্দুর রহমান জানান, সকালে নিজ বাড়ি সিংহাটি থেকে মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর এলাকার চৌরাস্তায় সড়কে উঠলে মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে সরাসরি ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শামীম সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুর সদর এলাকার চাঁদপুর চৌরাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পশু চিকিৎসক নিহতের সংবাদ পেয়ে তার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল নিহত শামীমের লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।
মেহেরপুর সদর থানা অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, দূরপাল্লার বাস রয়েল পরিবহনের ধাক্কায় শামীম নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে। হাসপাতাল থেকে শামিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই রয়েল পরিবহন বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।