মুজিবনগর প্রতিনিধি
৩১/০৩/২৩
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মাটি বোঝাই ট্রাক্টর চাপা পড়ে ইব্রাহিম (১৩) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হওয়ায় তার বিচারের দাবিতে মানববন্ধন: অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে আনন্দবাস যুব সংঘের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন আনন্দবাস যুব সংঘের সহ সভাপতি লালচাদ,প্রচার সম্পাদক নুরুজ্জামান নাহিদ, মন্ডলপাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম,নিহত ইব্রাহিমের পিতা খায়রুল ইসলাম প্রমূখ। মানববন্ধন থেকে আনন্দবাস যুব সংঘের পক্ষ থেকে ইব্রাহিম হত্যার বিচার । ৪৮ ঘণ্টার মধ্যে চালককে গ্রেফতার, পথচারীদের পথ নিরাপদ করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করা, নেশাগ্রস্ত চালকদের গাড়ি চালানো থেকে বিরত রাখা , ইট, বালিবাহী ট্রাক, ট্রাক্টর রাতের বেলা গ্রামে চলাচল করা সহ মোট ৭ দফা দাবি পেশ করা হয়।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আনন্দবাস গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মাটি বোঝা একটি ট্রাক্টর আনন্দবাস গ্রামের খায়রুল ইসলামের ছেলে ও আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইব্রাহিমকে পিছন থেকে চাপা দিলে তার মৃত্যু হয়।এই খবর শুনে এলাকার লোকজনের শোকে ছায়া নেমে আসে, এবং বিচারের দাবিতেমানববন্ধন করেন।
মেহেরপুরে মুজিবনগর মাটি বোঝাই ট্রাক্টর চাপা শিশুর মৃত্যুতে ডাইভারের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০