
মেহেরপুর জেলা সংবাদদাতা
১১/০৫/২৫
কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলেছে মেহেরপুরে সহ পাশের জেলা চুয়াডাঙ্গাতে রবিবার দুপুর ১২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি, বেলা বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস বেলা ৩ টার সময় রেকর্ড করেছেন ৪২ডিগ্রি তাপমাত্রা যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা । বাতাসের আদ্রতা ২৩ শতাংশ।
গত শুক্রবার ৩ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.২ ডিগ্রি। সেটিও ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। মেহেরপুরে আবহাওয়া পর্যবেক্ষন অফিস না থাকায় চুয়াডাঙ্গার সাথে মিলিয়ে মেহেরপুরের তাপমাত্রা ধরে নেওয়া হয়।
এদিকে, টানা কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি অব্যহত থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মাঠে কাজ করতে হিমশিম খাচ্ছে শ্রমজীবী মানুষ। পরিপ্রেক্ষিতে ছোট শিশু এবং বৃদ্ধদের বাইরে না থাকাটাই ভালো বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসা করা।