মেহেরপুরে নাশকতা মামলায় জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণসহ ৮জন কারাগারে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে নাশকতা মামলায় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনসহ ৮জন কারাগারে।
রবিবার(১০মার্চ-২৪) সকাল সাড়ে ১১টার সময় নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে মেহেরপুর চিপ জুডিশিয়াল আদালাতে জামিন চাইলে জামিন না মঞ্জুর করেন এবং জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। আসামিগণের আত্মীয়-স্বজনরা জানান, মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিনের সময় শেষ হলে, বিজ্ঞ আদালতের কাছে জামিন চাইলে আদালত না মঞ্জুর করেন। মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদ বিশ্বাস, আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান মেম্বর, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান মুজিব, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, আসামীগণ জামিন চাইলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ নির্দেশ দেন আদালত।