মেহেরপুর চিত্র
১৬/১০/২৩
মেহেরপুরের সহ বিভিন্ন জেলায় ৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এদের মধ্যে শাহ জামাল নামের এক ভূয়া সাংবাদিকও রয়ে সদস্যরা হলো,গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের তরিকুল ইসলমা (২৫)। কুষ্টিয়া জেলার একই গ্রামের গ্রামের আলতাফ মন্ডল (৬০),মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৮), চুয়াডাঙ্গা জেলার
একই উপজেলার বোয়ালদহ গ্রামের সোহেল হোসেন (৩০), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের সালাউদ্দিন (৪০), রবিবার (১৬ অক্টোবর ২০২২) দুপুরে পুলিশ সুপারের সম্মেলনর কক্ষে এ তথ্য তুলে ধরেন পুলিশ সুপার রাফিউল আলম।তিনি সাংবাদিকদের বলেন , তারা বিভিন্ন জেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির কাজে জড়িত। আর এ কাজে ব্যবহার করতেন ছোট একটি মিনি ট্রাক। সে ট্রাকে থাকতো গাছ ও দেশী অস্ত্র। রাতে বেলায় ট্রাকসহ জেলার কয়েকটি জেলার বিভিন্ন সড়কে স্থানে নেয়। সূযোগ বুঝে ট্রাক থেকে গাছ নামিয়ে সড়কে ফেলে অস্ত্রেও মুখে জিম্মি করে তারা ডাকাতি সঙ্ঘটিত করে। জানান পুলিশ সুপার
গত কয়েকদিন আগে গাংনী উপজেলার দেবিপুর গ্রামের একটি সড়কে রাতে গাছ ফেলে ডাকাতির ঘটনায় পুলি অভিযান চালিয়ে জুগীন্দা গ্রাম থেকে প্রথমে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের তাদেরকে আটক করা হয়। আটকৃতদের নামে থানায় মামলা করে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার হুঁশিয়ারি দিয়ে বলেন যারাই এই জেলায় নাশকতা ও ডাকাতি করবে তাদেরকে কোন রকম ছাড় দেয়ার হবে না বলে জানান। জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।