Home » মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠিত।

মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
68 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
০৭/০৭/২৫
মেহেরপুর সদর উপজেলা জেলা কুতুবপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী গণসংযোগে করেছেন মেহেরপুর – মুজিবনগর ১ আসনের সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খানের ,, পক্ষে সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি মোঃ জাব্বারুল ইসলাম, যুব নেতা সোহেল , কুতুবপুর ইউনিয়নের জামায়াতের তদককারী মাওলানা জাবিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আমীর মোঃ ইমদাদুল হক, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি তাসিরুল ইসলাম, সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুতুবপুর ইউনিয়নের সাধারণ মানুষগণ অনেকদিন পর নির্বাচন স্লোগান শুনে বাড়ি থেকে বাহির হয়ে রাস্তায় দুই পাশে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন জামায়াতের নেতাকর্মীদের। এ সময় সাধারণ ভোটাররা বলেন নিরপেক্ষ এবং ফ্রী ফেয়ার ইলেকশন এবং কোন দলের পেশী শক্তি ভোট দিতে বাধা না দিলে আমরা ভোট সেন্টারে ভোট দিতে যাব।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন