
মুজিবনগর সংবাদদাতা :
১৫/০৭/২০২৫
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জাকের আলীর ছেলে আলমের বাসা থেকে একটি দেশীয় পিস্তল ও ৩৮ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর চৌকসদল ভোর সাড়ে ৪: সময় আলমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে আলমের বাড়ির উঠানে বসানো ধানের গোলার ভিতর লুকানো একটি দেশীয় পিস্তল ও ৩৮ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করে। এ সময় আলম বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যপারে মুজিবনগর থানা অফিসার
ইনচার্জ জনাব মিজানুর রহৃান বলেন রাতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে আসামী গ্রেফতার হয়নি তবে আলমের নামে একটি অস্ত্র ও বিস্ফোরক মামলার প্রস্তুতি চলছে বলে জানান সাংবাদিকদের। এক প্রশ্নের জবাবে মুজিবনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আসামি ধরার জোর প্রচেষ্টা চলছে