Home » মেহেরপুর মুজিবনগরে ইসলামী এজেন্ট ব্যাংক শাখায় দুর্ধর্ষ চুরি

মেহেরপুর মুজিবনগরে ইসলামী এজেন্ট ব্যাংক শাখায় দুর্ধর্ষ চুরি

কর্তৃক Md. Sohel Rana
31 ভিউস

মেহেরপুর মুজিবনগরে ইসলামী এজেন্ট ব্যাংক শাখায় দুর্ধর্ষ চুরি

মুজিবনগর সংবাদদাতা: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

বুধবার (৯জানুয়ারি-২৫) দিবাগত রাতের কোন এক সময় ব্যাংকের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ভোল্টের তালা কেটে ভিতরে রাখা সিন্দুক ভেঙ্গে টাকা চুরি করে পালিয়ে যায় চোর চক্র।

এজেন্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফফার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে ব্যাংক এর পিয়ন হাসিবুল ব্যাংক খুলে চুরির বিষয়টি দেখতে পাই সে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিলে আমি দ্রুত ব্যাংকে আসি এবং দেখি যে ব্যাংকের পিছনের জানালার গ্রিল কাটা  ভোল্ট রুমের তালা কাটা এবং ভোল্টের ভিতরে রাখা সিন্দুক ভাঙ্গা। বুঝতে পারি চোর চক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভোল্ট রুমের তালা কেটে ভিতরে রাখা সিন্দুক ভেঙে টাকা নিয়ে যায়। বুধবার হিসাব শেষে রেখে যাওয়া ৬লক্ষ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করি।

এজেন্ট ব্যাংকের চুরির বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান প্রতিবেদককে জানান, চুরির বিষয়ে খবর পেয়ে আমরা এজেন্ট ব্যাংকে গিয়েছিলাম প্রাথমিক তদন্তে আমরা দেখতে পেয়েছি ব্যাংকের পিছনের জানালার গ্রিল কাটা, ব্যাংকের ভোল্টের দরজার কাটা এবং ভোল্টের ভিতরে রাখা সিন্দুকটি ভাঙ্গা। ব্যাংকের ম্যানেজার কে জিজ্ঞেস করে জানতে পারি ভল্টে ৬লক্ষ ৩৩হাজার এর কিছু বেশি টাকা ছিল। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি, গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংকে চুরির ঘটনা উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৪জনকে মুজিবনগর থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ এর জন্য।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন