Home » মেহেরপুর গাংনীতে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মসজিদের ওযুখানার রাস্তা মেরামত

মেহেরপুর গাংনীতে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মসজিদের ওযুখানার রাস্তা মেরামত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
165 ভিউস

মেহেরপুর গাংনী সংবাদদাতা
২০/০৬/২৫:
মেহেরপুরের গাংনী জামায়াতের উদ্যোগে গাংনী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দীর্ঘদিন অবহেলিত পড়ে থাকা একটি রাস্তা অবশেষে স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ শুরু করেছে গাংনী উপজেলা জামায়াত। স্থানীয় নেতাকর্মীরা ওজুখানার যাতায়াতের এই রাস্তাটি দুই বছর ধরে সংস্কারবিহীন থাকায় মুসল্লিরা চরম দুর্ভোগে ছিলেন। শুক্রবার (২০ জুন) সকাল ৯টার দিকে জামায়াতে নেতাকর্মীরা নিজ উদ্যোগে রাবিশ ও মাটি দিয়ে রাস্তার মেরামতের কাজ শুরু করেন। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সূরা সদস্য ও মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা। এসময় গাংনী পৌর জামায়াতের আমীর আহসানুল হক, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক জিল্লুর রহমানসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মী উপস্থিতি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় প্রায় দুই বছর আগে গাংনী কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানাটি ভেঙে ফেলা হয়। একই সময়ে পৌরসভার পক্ষ থেকে শুরু হয় ড্রেন নির্মাণ কাজ। কিন্তু উভয় প্রকল্পই দীর্ঘ সময় ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় মসজিদের মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বর্ষা মৌসুমে কাদায় পথ অচল হয়ে পড়ে, এমনকি ওজু করতেও সমস্যায় পড়েন মুসল্লিরা। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।গাংনী জামায়াতের নেতা কর্মীরা নিজ উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করের। এই বিষয়ে জেলা জামায়াতের সূরা সদস্য ও মেহেরপুর গাংনী ২ আসনের এমপি প্রার্থী নাজমুল হুদা বলেন:“রাস্তা না থাকায় মসজিদের ওজুখানায় যাওয়া দুর্বিষহ হয়ে উঠেছিল। বৃষ্টি হলে পা রাখা যেত না। সরকারি কোনো সাহায্য না পেয়ে আমরা নিজেরাই মাটি ও রাবিশ নিয়ে জামায়াতের নেতা কর্মীরা কাজ শুরু করেছে । আল্লাহর ঘরের জন্য আমরা নিজেরা এগিয়ে এসেছি।”
তিনি আরও বলেন,“শুধু অভিযোগ করে বসে থাকলে হবে না। জনগণের জন্য কাজ করতে হবে। আগামী দিনে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে এবং ন্যায় ও ইনসাভিত্তিক রাষ্ট্র পরিচালনা ইসলামী দলগুলো অঙ্গীকারবদ্ধ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন