নিজস্ব সংবাদদাতা
১৬/০৩/২৩
মেহেরপুর সদর উপজেলা আমদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হইয়াছে । আজ ১৬ই মার্চ সকাল ৮ টা থেকে বৈকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিবিহীন নির্বাচন গ্রহণ করেছেন। নির্বাচন অফিস থেকে জানিয়েছেন আমদাহ ইউনিয়নে ৯ টি ওয়ার্ড, মোট ভোটার হচ্ছে ২৫০৪০ জন । পুরুষ ভোটার ১২০৮০ জন – মহিলা ভোটার ১২০৬০জন। এই নির্বাচনে অংশগ্রহণ করছেন যারা তারা হলেন চেয়ারম্যান ১ জন বিপরীতে ২ জন চেয়ারম্যান পদপ্রার্থ, ৩ জন সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে ১৬ জন করেছেন, ৯ জন মেম্বার বিপরীতে ৪৩ জন মেম্বার পদপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। মূল প্রতিদ্বন্দ্বে হচ্ছে বর্তমানে চেয়ারম্যান আনারস মার্কা আনারুল ইসলাম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন ভোটাররা। কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে কে হবে আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যান আমদাহ ইউনিয়ন পরিষদের।
মেহেরপুর আমদাহ ৪ নম ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন, গণনা চলছে
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০
পূর্ববর্তী পোস্ট