
আমঝুপি সংবাদদাতা
১৭/০৯/২৫
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি মধ্যপাড়ায় বিএনপির অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রাত ৯ সময় বিএনপি অফিস উদ্বোধনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জাহির হোসেন চঞ্চল সভাপতি আমঝুপি ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন সভাপতি ৪ নম্বর ওয়ার্ড, মোঃ রিপন আলী সেক্রেটারি ৫ নম্বর ওয়ার্ড, মোঃ মুকুল হোসেন , মোহাম্মদ হযরত আলী, আনজারুল ইসলাম, মোহাম্মদ ফারদুল হোসেন, মোঃ ফজলুর রহমান, মোঃ জিব্রাইল হোসেন, মিজানুর রহমান মিজান, আশিকুর রহমান আশিক, মোঃ আসলাম, মোঃ ডাবলু হোসেন , হামিদুর রহমান, বজলুর রহমান, প্রমুখ্য। এ সময়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য মেহেরপুর জেলা বিএনপি মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষকে বোঝাতে হবে আমরা শাসক নয়, সেবার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ভোটের অধিকার সাধারণ মানুষ কাছে ফিরিয়ে দেয়া হবে। বক্তব্য শেষ অফিস উদ্বোধনের করেন এবং তবারক সাধারণ মানুষের মাঝে বন্টন করেন বিএনপি’র নেতা কর্মীরা।