মুজিবনগর প্রতিনিধিঃ
১৫/০৩/২৪
মেহেরপুরের জেলার মুজিবনগর প্রেস ক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার দুপুর ২টার) সময় মুজিবনগর অনাণ্য পার্কের সামনে রহিত মার্কেটে প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক। বক্তব্য রাখেন মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিউদ্দীন (শেখ সফি),যুগ্ন সম্পাদক সোহাগ মন্ডল, দপ্তর সম্পাদক উজ্জল হোসেন, নির্বাহী সদস্য খাইরুল বাসার, নির্বাহী সদস্য আরিফুর রহমান, নির্বাহী সদস্য মওলাদ হোসেন, দৈনিক আকাশ খবর এর ব্যুরো প্রধান রেজাউল করিম রেজা প্রমুখ। এ সময় সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন মুজিবনগর সাংবাদিকদের দীর্ঘ্য দিনের প্রত্যাশা আজ বাস্তবায়িত হলো। আমরা মুজিবনগর প্রেস ক্লাবের উন্নয়ন চায় সম্মিলিত ভাবে। এক সাথে একযোগে কাজ করতে চায়। অনুষ্ঠান শেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মুজিবনগর জামে মসজিদের ইমাম মাও: মতিউর রহমান।
মুজিবনগর প্রেস ক্লাবের নতুন ভবন শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত।
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০
পূর্ববর্তী পোস্ট