- মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-
ভাবনাহীন কথার নবজন্ম
-এইচ এম হাসান মাহমুদ, ঢাকা।
চোখের ত্রিসীমানায়
ইদানীং নগ্ন স্মৃতিরা ভিড় জমায়।
হৃদয়ের অরণ্যে নব চেতনার আনাগোনা।
৪৩ নং হাউজের পড়ার টেবিলে
আবেদনময়ী কলমের পিপাসা।
শৈল্পিক মুদ্রার অপর পাশে
ঝলমলে শীতল অনুভব।
রেড সিগানালের সংকেত বেড়ে চলছে বিস্ফোরণ হওয়ার আশংকা।
শীতাতপ নিয়ন্ত্রিত রুমে কী সব গুঞ্জরণ।
অবাধ্যতায় বিচ্ছিন্ন ইচ্ছের পৌঢ়ত্বের ছলাকলা।
নরম বাতাসে ওলটপালট বইয়ের পাতাগুলো কেউ ঠিক করে না।
সুশীতল বৃক্ষটা দাঁড়িয়ে আছে
কষ্টে জর্জরিত নিঃসঙ্গতায় একাকি হয়ে।
কেউ আসুক আর নাইবা আসুক
তবুও আক্ষেপ করে অপেক্ষা।