Home » ভাইরে বলি কল্লাদে -মুহম্মদ মহসীন

ভাইরে বলি কল্লাদে -মুহম্মদ মহসীন

কর্তৃক Md. Sohel Rana
683 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

ভাইরে বলি কল্লাদে
-মুহম্মদ মহসীন, মেহেরপুর।

বিবেক বুঝি পালিয়ে গেছে
আবেগ গেছে চিল্লাতে
আমরা আজ বিভক্ত সব
থাকিনা তাই মিল্লাতে।

আপন চেয়ে দলটি বড়
ভাইকে বলি কল্লাদে
নীতির ঘরে বাস করছে
হয়তো কোন জল্লাদে।

এমন করে যাচ্ছেরে দিন
পারলে ওরে হল্লাদে
নয়লে ওরে গাছ তলাতে
মানুষ ডেকে ছল্লাদে।

-মুহম্মদ মহসীন, ছড়াকার, সাংবাদিক, সংগঠক, মেহেরপুর।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন