
মেহেরপুর জেলা সংবাদদাতা
১২/১০/২৫
পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গণ মিছিল মেহেরপুর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ডা: শামসুজ্জোহা পার্ক চত্বর থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা আমীর মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর পাঁচ দফা দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে—
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন , রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম, জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জার্জিস হোসাইন, পৌর আমীর সোহেল রানা ডলার, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, কানন শিল্প গোষ্ঠীর পরিচালক আব্দুল জব্বার, সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ছিলেন।