- মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-
নব দিগন্ত
-আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
তোমরা যারা নব দিগন্ত,এ প্রজন্মের সন্তান,
আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ শুন মোদের গান।
অতর্কিতেই হামলা চালায়, পাক হানাদার বাহিনী,
পাখীর মত, গুলিকরেই, মানুষ মারে, শুন তার কাহিনী।
হাত পা বেঁধে, সারি বাঁধিয়ে চালায় গুলি মেশিন গান,
লাশের ভেলা নদীতে ভাসায় বর্বর হায়েনা পাষাণ।
আবাল বৃদ্ধ, বনিতা শিশু কারো ছিলনা কোন রেহাই,
কত মা-বোনের ইজ্জত মেরেছে, হিসাব নিকাশ নাই।
বুদ্ধি জিবীদের হত্যা করেছে, কেড়ে নিয়েছে প্রাণ।
নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ বাঙ্গালীর গেল কত জান।
শত সহস্র লাশের ভেলা, এঘাট ওঘাটে ভিড়ে,
শিয়াল কুকুর কাক শকুনে খেয়েছে ছিড়ে ছিড়ে ।
চারদিকে শুধু লাশ আর লাশ, বাতাসে ছিল লাশের ঘ্রাণ,
মনে পড়লে আজ,ঘা শিউরে ওঠে,কেঁদে ওঠে যে প্রাণ।
বীর বাঙ্গালী মুক্তি সেনারা, অস্ত্র হাতে তুলে নিল,
গেরিলা যোদ্ধে সম্মূখ সমরে এগিয়ে যেতে লাগলো।
জয় বাংলার জয় হলো যে, হারলো শোষক পাকিস্তান,
জয় উল্লাসে বাংলার আকাশে, উড়লো বিজয় নিশান।
কবি পরিচিতি -আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সুনামগঞ্জ।
কবি, গীতিকার, সুরকার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি।)।