“মেহেরপুর চিত্র”র সাপ্তাহিক শুক্রবারের সাহিত্য পাতা-
তোমার দক্ষিণের শহরে
-এস এম মাসুদ রানা, ময়মনসিংহ।
তুমি আজি পৌষের পিঠাপুলির
সুগন্ধি মেখে আসবে বলে,
আমার চেঁচুয়া শাপলার রাজ্যে
চড়াই পাখির নবান্নের উৎসব লেগেছে।
তুমি আজি কুয়াশার জল ছুঁয়ে
সূতিয়া নদীর ঘাটে আসবে বলে,
লাল কাঁকড়ার মেলা বসেছে
ঝিঁঝি ডাকা শব্দ সঙ্গীতের আদরে।
তুমি আজি মাছরাঙা পাখির ঠোঁটে
কুয়াশা ভেজা দুপুরের ক্লান্ত রুদ্রে,
কিছু অতীত খোঁজে পাবে বলে
আমি কাঁঠবিড়ালির নিঃশ্বাসে যাবো লুকিয়ে।
তুমি আজি দক্ষিণের শহরে
থপাস-থপাস ছন্দে হেঁটে যাবে বলে ,
আমার হাজার বছরের কষ্ট গুলো
উড়ন্ত বাদুড় হয়ে যাবে তোমার সাথে।
তুমি আজি বোরকার বিষাদসিন্ধুকে
আসবে যখন মিসেস রূপে,
আমাকে তখন এক যুগ যাবে ছুঁয়ে
হেলেঞ্চার বয়সী মরিচা পাতা।