তাহিরপুরে বন্যা দূর্গত ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বন্যা দূর্গত ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠিদের মাঝে জরুরী মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ডিসেম্বর-২২) সকাল ১১টায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সদর ইউনিয়নের ১৪টি গ্রামের ১৫০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে সাড়ে চার হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়।
ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে গিভ্-২ এশিয়ার অর্থায়নে এ সহায়তা বিতরণকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, গিভ্-২ এশিয়ার কান্ট্রি এডভাইজার তৌফিক আহমদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম, প্রজেক্ট ম্যানাজার অরুপ রতন দাস, হারুনুর রশীদ, ইউপি সদস্য জয় রায়, তুজাম্মিল হক নাসরুম প্রমূখ উপস্থিত ছিলেন।