Home » খুলনায় মোমেনশাহী দর্পণের ইফতার সামগ্রী বিতরণ

খুলনায় মোমেনশাহী দর্পণের ইফতার সামগ্রী বিতরণ

কর্তৃক Md. Sohel Rana
40 ভিউস

খুলনায় মোমেনশাহী দর্পণের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: শিল্প সাহিত্য সংস্কৃতির নগরী খুলনা এই খুলনায় গড়ে উঠেছে অসংখ্য সংগঠন অসংখ্য প্রতিষ্ঠান জন্ম নিয়েছে অনেক মনিষী   তেমনি একটি সংগঠন “মোমেনশাহী দর্পণ” ও তারই একজন মনিষী হিসাবে মোঃ জুবায়েদ হোসেনকে বিবেচনা করা যায়। মোমেনশাহী দর্পণ একটি বহুমুখি- সৃজনশীল সংগঠন- এই সংগঠনটি একাধারে শিল্প সাহিত্য- সংস্কৃতি ও সমাজ কল্যাণ মূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তারই-ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এ বছরও মোমেনশাহী দর্পণ পরিবার সমাজের অসহায়, অনাথ, বিধবা, প্রতিবন্ধি ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম মাসব্যাপি চালিয়ে যাচ্ছে।

রবিবার (১৬মার্চ-২৫) বিকালে খুলনা নগরীর খালিশপুরে সরকারী পলিটেকনিক কলেজ মোড়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মোমেনশাহী দর্পণের প্রতিষ্ঠাতা সভাপতি, মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব, খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। আরো উপস্থিত ছিলেন, মোমেনশাহী দর্পণের নির্বাহী সদস্য মোঃ রফিকুল হাসান মুন্না, অনুষ্ঠানটি যার সার্বিক সহযোগিতা পরিচালনা ও সঞ্চালনায় সফলতার মুখ দেখেছে তিনি হচ্ছেন খুলনা সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মল্লিক জাহিদুল ইসলাম। এ সময় প্রায় শতাধিক মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন