- মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-
ক্ষমা করো প্রিয়জন
-মোঃ জুবায়েদ হোসেন, খুলনা।
প্রাচীন বটের মতো আমার প্রেমাচ্ছন্ন ছাঁয়া
কোনদিন আশ্বস্থ করতে পারেনি তোমাকে,
ভালোলাগা ভালোবাসা কোন কিছুতেই
তোমার রক্তে তুলেনি আবেগের ঢেউ।
আজও অধরে অধর রাখা হলোনা
আংটি পড়া ঐ আংগুলের ভাঁজে,
কত আদর কত প্রেম কতশত সুখ ধ্বংস প্রাপ্ত হলো-
পিয়াসি মনের মনোরাজ্যে।
সময়ের পেশি বেয়ে মলিন মুখচ্ছবিতে
ফুটে উঠেছে মানচিত্রের মতো বলিরেখা,
খুব বেশি আশা নিয়ে জন্মাইনি মাতৃগর্ভ থেকে
সহজ স্বাভাবিক পথ চলাই ছিলো
জীবনের কাছে আকুল আকুতি।
এ সব খেড়ো খাতার কোন কথাই
জানাতে পরিনি তোমাকে।
বরাবর আমাকে ভুল বুঝে উপহার দিয়েছো
ড্রাগনের দাঁতবোনা দুঃস্বপ্নের রাত।
আজ অকালের সন্ধ্যাবেলায়
বাজে বিদায়ের স্ব-করুণ ভেরি।
তোমাদের ভরা সংসারে থাকা হবেনা আর
একটাই শুধু মিনতি তোমাদের কাছে আমার
ভালো থেকো তোমরা ক্ষমা করো প্রিয়জন।
কবি- মোঃ জুবায়েদ হোসেন, প্রধান সম্পাদক “মোমেনশাহী দর্পণ”, শিক্ষক, সংগঠক।