“মেহেরপুর চিত্র”র সাপ্তাহিক শুক্রবারের সাহিত্য পাতা-
কবিতার আঙিনা
-নওশাদ আলম, গাংনী।
কবিতার আঙিনায় নেই আর বিচরণ,
শব্দের সব প্রেম হয়ে গেছে সমীরণ।
শূন্যতা জেঁকে বসে অন্তর করে গ্রাস,
কাব্যহীন এই আমি করি শুধু হাসফাস।
ভাবতরী তীরহারা দেয় নাতো পিছুটান,
কিনারায় বসে একা সুর তুলি সু-মহান।
ছন্দের ফুলগুলো ঝরে গেছে সহসাই,
ভ্রমরের গুণগান হয় না সে আঙিনায়।
সে আকাশ মন যেন মেঘেদের নিবাসন,
এক ফালি উত্তাপ খুঁজে যাবো আমরন।
চর্চার আঙিনায় বিকৃত হয় মন,
এলোমেলো চিন্তায় বেঘোরে হারে নয়ন।
বিদ্রোহী কাব্যের ওঠে না সে ঝংকার,
কলমের কালিগুলো করেনা তো চিৎকার।
হতাশায় হাবুডুবু কবিতার কারিগর,
বিদঘুটে কালো রাতে হই আমি যাযাবর।
ফিরে আসা পথ খুঁজে ব্যস্ততে কাটে দিন,
একাকাশ জমেগেছে স্রষ্টার মহা ঋন।
পরিনাম ভেবে আমি পদধূলি দিতে চাই,
চিন্তার মোড় ভুলে সেপথে না পা বাড়ায়।