অনিন্দিতা
– কবি মোঃ সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।
অনিন্দিতা তুমি তোমার ফাগুন লুকিয়ে রাখ
শেয়াল শকুন তোমাকে দেখছে অপলক চোখে
ওরা লন্ডভন্ড করে দিবে সব, ওরা লুটেরা
ওরা হিংস্র হায়েনার উত্তর সূরী।
অনিন্দিতা তোমাকে তুমি সবার আড়ালে রাখ
ওরা তোমার স্বপ্ন ভেঙে খানখান করে দেবে
ওরা নরাধম পাষন্ড বিবেক বর্জিত
মানুষ নামের কঙ্কাল ফানুস এবং ফসিল।
অনিন্দিতা, সুখের কলসিটা
তুমি তোমার কাছে রাখ
কাউকে দিওনা, আমি আমার
দুঃসময়ে করব অবগাহন।
অনিন্দিতা তুমি নিজেকে কখনো
একা ভেবোনা, তোমার মরে যাওয়া
নদীতে আনব সুখের জোয়ার
মরা গাছে ফোটাবো প্রেমের ফুল।
অনিন্দিতা তোমার মনে আসবে
ফাগুনের ছোঁয়া, হৃদয়ের অলিন্দে
সাজাবো প্রেমের ফুল শয্যা
আমি হবো তোমার পাগল প্রেমিক।
অনিন্দিতা তুমি মরুভূমি হলে
আমি হবো মরুদ্যান, তোমার ক্লান্তিতে
আমি দেবো মায়া, ছায়া, জীবনের পথে
চলব এক সাথে আমরন, আজীবন।
-গীতিকবি, মোঃ সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।