Home » আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসতে অনুমতির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসতে অনুমতির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

কর্তৃক Md. Sohel Rana
17 ভিউস

আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসতে অনুমতির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইজতেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার (২ডিসেম্বর-২৪) সকালে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের কাছে স্মারকলিপি  দিয়েছেন মেহেরপুর তাবলীগ জামাত মার্কাজ সাদপন্থিরা। মেহেরপুর জেলা তাবলীগ জামাতের আমির ডাঃ মোঃ আব্দুল বাকীর নেতৃত্বে হাজারো সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথযাত্রা শেষে সমবেত হয়। স্মারকলিপিতে তাদের দাবি, কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমির মাওলানা সাদ মার্কাস  বাংলাদেশে আসতে পারছেন না।

বিগত ৭বছর ধরে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শুনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অথচ পূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন, আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারাবিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। এ বছর যাতে তাদের বিশ্ব আমির মাওলানা সাদ মার্কাস বাংলাদেশে আসতে পারেন সে জন্য জোর দাবি জানান তারা।

অপরদিকে বিগত ৭বছর ধরে মাওলানা জুবায়ের পন্থীগণ তাদের মূলধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে কুৎসা রটনা ও অপপ্রচার করেন। যা ইসলামি শরিয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির জন্যও দাবি করেন মেহেরপুরের মাওলানা সাদ মার্কাস পন্থী তাবলীগ জামাতের নেতা-কর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ব আমির হজরত মাওলানা সাদ মার্কাস একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন ধরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। এর আগে তিনি প্রতি বছর ইজতেমায় শরিক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরি মোনাজাত পরিচালনা করতেন। ২০১৮ সালের পর থেকে তাকে কোনো রকম যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। বিশ্ব ইজতেমাতে আমির হজরত মুহাম্মদ মাওলানা সাদ এলে বিপুল সংখ্যক বিদেশি মুসল্লিমেহমান বাংলাদেশে আসতেন। মেহেরপুর তাবলীগ জামাত মার্কাজ বিপুল সংখ্যক সাদপন্থিরা স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন