
মেহেরপুর সংবাদদাতা
আগামী ২৭ জুলাই মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে
তফশীল  ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত তফশীল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল, ৫ জুলাই মনোনয়নপত্র বাছাই, ৬ জুলাই মনোনয়নপত্র বাছায়ে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিলের নিষ্পত্তি, ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহার, ১১ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দে ও ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছেন  আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ( চুন্নুর)  মৃত্যুবরণ করার কারণে  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ শূন্য হয়। সেই কারণে উপ নির্বাচনের প্রয়োজন হয়েছে বলে জানান । আমঝুপি ইউনিয়নের ভোটারা জানিয়েছেন যে পার্থী, জনগণের কাজ করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে,  যোগ্য সম্পন্ন প্রার্থীকে আমঝুপি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট দেবেনন ভোটাররা।  

