Home » জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপরে হাত দিবনা -ডাঃশফিকুর রহমান

জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপরে হাত দিবনা -ডাঃশফিকুর রহমান

কর্তৃক Md. Sohel Rana
60 ভিউস

জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপরে হাত দিবনা -আমিরে জামায়াত ডা:শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জামায়াত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপরে হাত দেবেনা, আল্লাহর নামে কসম করে শপথ নিয়ে এ কথা বলেন তিনি। সোমবার (২৬জানুয়ারি-২৬) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন তিনি।

জামাত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। একই সাথে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। মেহেরপুরে কৃষকদের উদ্দেশ্যে বলেন, সারা বাংলাদেশের কৃষকরা অবহেলিত।উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়না।আগামীতে কৃষকদের জন্য ন্যায্য মূল্য ফসলের দাম নির্ধারণ করে দেবে। প্রয়োজনে কৃষকের ফসল সরকার ক্রয় করে নেবে এবং ভর্তুকি মূল্যে বাজারে রপ্তানি করবে। তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না এবং ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে না। শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন, আমরা বেকার ভাতা দেব না। তরুণদের জন্য  কর্মসংস্থানের ব্যবস্থা করে হবে। যেন বাবার ঘাড়ে বোঝা না হয় সন্তান।

প্রধান অতিথি আরোও বলেন, মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব আমরা বলেছি  ১০দলীয় জোট যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ মেয়েদের জন্য ৫ঘন্টা কর্মসংস্থানে কাজ করবে। এতে করে মেয়েরা ১২ঘণ্টার টাকা পাবে। রেমিটেন্স যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, যারা বিদেশে কঠোর পরিশ্রম করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সহযোগিতা করছে বাংলাদেশকে সেসব মানুষগুলোকে আমাদের দেশে থেকে সোনার মানুষ হিসাবে আমরা স্বীকৃতি দেব। দেশের মানুষ রেমিটেন্স যুদ্ধাদের আজীবন স্মরণ করবে। তিনি বলেন মেহেরপুর মুজিবনগর মুক্তিযোদ্ধাদের তীর্থস্থান প্রথম সরকার গঠন করা হয়েছিল এবং সেই সরকারটাকে দলীয় সরকার হিসাবে ব্যবহার করেছিল। কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণ করি এবং সম্মান করি তারা আমাদের দেশের সোনার মানুষ।

জুলাই যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, যখনই কোন সরকার স্বৈরাচার হয়ে ওঠে তখনই  আবাবিল পাখির মত সূর্য সন্তান গুলো ঝাঁপিয়ে পড়ে। বুকে তাজা রক্ত দিয়ে ফ্যাসিজম সরকারকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। এদেরকে আমরা সূর্যসন্তান হিসেবে স্বীকৃতি দেব।জুলাই সনদকে স্বীকৃতি দিতে চায়না কিছু দল এবং আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। না হলে যারা স্বৈরাচার সরকারকে পতন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এ জন্য মেহেরপুরের মানুষদের বলবো আগামীতে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয় করতেই হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের জামায়াত জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া যশোর অঞ্চল টিম সদস্য মাওলানা মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ সিবগা, মেহেরপুর জেলা কর্ম ও সূরা পরিষদের সদস্য ও গাংনী-২ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নাজমুল হুদা, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক এডভোকেট শাকিল আহমেদ, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম,  রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, পৌর আমীর সোহেল রানা ডলার,গাংনীয় উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলামসহ ১০দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আমিরে জামাতের জনসভা কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই জনসভাস্থলে অবস্থান করছিলেন। লোকে কানায় কানায় ভরে ওঠে জনসভা মাঠ প্রাঙ্গণ। হেলিকপ্টারযোগে দুপুর ১.২০টার দিকে মঞ্চে আসেন জামায়াতের আমীর। সংক্ষিপ্ত বক্তব্য শেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন