Home » মুজিবনগর উপজেলায় জামায়াতের নির্বাচনী বিশাল গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মুজিবনগর উপজেলায় জামায়াতের নির্বাচনী বিশাল গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
56 ভিউস

মুজিবনগর সংবাদদাতা
০৩/১২/২৫

মুজিবনগর উপজেলায় জামায়াতের নির্বাচনী বিশাল গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর ) মুজিবনগর উপজেলায় পরানপুর বাজারে বিশাল
নির্বাচনী গণসংযোগে নেতৃত্ব ও বক্তব্য দিয়েছেন মেহেরপুর – মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, উপজেলা সেক্রেটারি মোঃ খাইরুল বাশার,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল সহ মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশাল এই গণসংযোগ এর প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনে কোন দল বা গোষ্ঠী পেশি শক্তি বা অস্ত্রের ঝন, ঝনানি দিয়ে মনে করে নির্বাচনে পক্ষে নেবে তাহলে তাদের স্বপ্নেই রয়ে থাকবে। কারণ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের, দায়িত্ব পালন করবে এবং নির্বাচন, ফ্রী, ফিয়ার ইলেকশন উপহার দেবে এটা বাংলাদেশের জনগণের দাবি এবং সেটা প্রশাসন জনগণকে উপহার দেবে বলে মনে করে জামায়াতে ইসলামী। আমরা চাই সকল জনগণ তার নিজের দায়িত্বে এবং নিজ পছন্দে মার্কা এবং প্রার্থীকে ভোট দেবেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন