Home » মেহেরপুরের গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মেহেরপুরের গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
45 ভিউস

গাংনী সংবাদদাতা
(১৪/১০/২০২৫) :
মেহেরপুরের গাং নী-কাথুলী সড়কের ইবাদতখানা নামক স্থানে ট্রাক চাপায় মোকলেছুর রহমান বান্টু (৬৫) নামের একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গাংনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটিকে স্থানীয় সাহারবাটি বাজার থেকে আটক করে।
মোকলেছুর রহমান বান্টু গাংনীর সাহারবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকলেছুর রহমান বান্টু মোটরসাইকেলযোগে গাংনী বাজার থেকে নিজ বাড়ি সাহারবাটিতে ফিরছিলেন। ইবাদতখানা নামক স্থানে পৌছুলে তার পেছন থেকে একটি ট্রাক (যার নং ঢাকা মেট্রো অ-১১-৫১১৭) সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। অবস্থা বেগতিক দেখে ট্রাক চালক ও তার সহকারী ট্রাকটিকে সাহারবাটি বাজারে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোকলেছুর রহমান বান্টুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন