
বারাদী সংবাদদাতা
২৪/০৮/২৫
মেহেরপুর সদর উপজেলা বারাদী ইউনিয়নে দরবেশপুর বাজারে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আছর দরবেশপুর বাজারে গণসংযোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর- মেহেরপুর এক আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, আমঝুপি ইউনিয়নের জামায়াতের মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মিয়ারুল ইসলাম সহ বারাদি ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনে লেবেল ফিল ও ফ্রী ফেয়ার নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে ভোটারদের আস্থা অর্জন করতে হবে। অবৈধ অর্থ, পেশি শক্তি ব্যবহার করতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। তবেই ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখাবে। বিগত স্বৈরাচার সরকার দিনের ভোট রাতে করাই এবং ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়ার কারণে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বাংলাদেশে জামায়াতে ইসলামীর একমাত্র দাবী পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে।এসময় জামায়াতের নেতাকর্মীদের স্লোগানে, স্লোগানে মুখরিত হয়ে ওঠে