
নিজস্ব সংবাদদাতা
০২/০৮/২৫
মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ৭/৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর ও মেহেরপুর ১ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের তদরককারী মাওলানা জামিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আমীর মোঃ ইমদাদুল হক, সহ কুতুবপুর ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোটারদের উদ্দেশ্যে জেলা আমীর বলেন আগামী নির্বাচনে ফ্রী, ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচন ভোটাররা প্রত্যাশা করে। এই প্রত্যাশা পূরণের জন্য বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনী সহ ভোটাররা যেন নির্বিঘ্নে সেন্টারে যেতে পারে এবং নিজের ভোট নিজের দিতে পারে এই আশা ব্যক্ত করেন। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।তিনি আরো বলেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার করার জন্য জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এতে প্রয়োজন জনগণের সহযোগিতা।