
মেহেরপুর সংবাদদাতা
০৮/০৫/২৫
মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নে জামায়াতে উদ্যোগে নির্বাচনী মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে জামায়াতে ইসলামীর নিজস্ব অফিসে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউনিয়ন সভাপতি আবু জাফর সোহেল। জামায়াতের ইউনিয়ন ভিত্তিক ইউনিট ও ওয়ার্ড সভাপতি নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা তাজউদ্দীন খান জেলা আমীর, মেহেরপুর, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা সোহেল রানা উপজেলা আমীর মেহেরপুর সদর, মোঃ জাব্বারুল ইসলাম উপজেলা সেক্রেটারি মেহেরপুর সদর,। প্রধান অতিথির বক্তব্য বলেন আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ভোট যেন প্রয়োগ করতে পারে সেই বিষয়ে জামায়াতে ইসলামী কর্মীরা কাজ করে যাচ্ছে। এবং প্রত্যেকটা মানুষ নিজ ভোটটা যেন, নেই এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করায় সেই দলটাকে সাধারণ মানুষ ভোট দেয়ার উৎসাহ প্রদান করতে হবে। নেতা কর্মীদের নির্দেশনা দেন প্রত্যেকটা ভোটারের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার।