
মেহেরপুর সংবাদদাতা
২৪/০৪/২৫
মেহেরপুর সদর উপজেলা রাজাপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ জিহাদ (১৬) সড়ক ঘটনায় মারাত্মক আহত হয়েছে। এলাকার সূত্রের জানা যায় আজ সকাল সাড়ে ৬ টার সময় রাজাপুর মাঠে বাবার সাথে সবজি কর্তন করতে গিয়েছিল সবজি কর্তন করে বাড়ি ফেরার পথে , পথের মধ্যেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজাপুর পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে যায় এলাকার লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই খবর মেহেরপুর সদর উপজেলা মানবিক নির্বাহী অফিসার খায়রুল ইসলাম শোনার পর সঙ্গে, সঙ্গে সদর হাসপাতালে তিনি ছুটে যান এবং হাসপাতালে ডাক্তারের কাছে ছাত্রর চিকিৎসার খোঁজখবর নেন। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন মেহেরপুর সদর উপজেলা আর আর স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্র সড়ক দুর্ঘটনায় আহত খবর শোনার পরে আমি ছাত্রকে দেখতে এসেছি এবং তিনি যেন, সু চিকিৎসা পান, সে ব্যাপারে হাসপাতালে ডাক্তার এবং কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা কর্তৃপক্ষের নেবেন।