
মেহেরপুর সংবাদদাতা
১৮/৪/২০২৫
“নিরবচ্ছিন্ন স্বাস্হ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয়” সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক শাহারিয়া শায়লা জাহান, মেহেরপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মুজিবনগর স্বাস্থ্য ও পং পং কর্মকর্তা ডাক্তার মোঃ আসাদুজ্জামান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট তুহিন অরণ্য, তোজাম্মেল আজম, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার৷ সাংবাদিক রাশিদুজ্জামান, দৈনিক সংগ্রামের মেহেরপুর জেলা সাংবাদতা আকতারুজ্জামান, অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাক্তার কামরুন নাহার মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।