Home » ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
43 ভিউস

মেহেরপুর সংবাদদাতা।
০৭/০৪/২০২৫

ফিলিস্তিনের অসহায়, নিরীহ মানুষের উপর দখলদার বর্বর ইসরাইলের হামলার প্রতিবাদে ও হামলা বন্ধের দাবীতে মেহেরপুরে সদর উপজেলা জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার সময় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের জনগনের উপস্থিতিতে সদর জামায়াতের আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তরা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বক্তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরাইলের আক্রমণ নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করেছে।”
বক্তারা আরও বলেন, ইসরাইলের পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়ে বলেন, “বিশ্ববাসী যদি ইসরাইলের অব্যাহত বর্বরতা থামাতে না পারে, তবে আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে।”
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিবাদ সমাবেশের সদর উপজেলা জামায়াতের আমীরে মাওলানা সোহেল রানার নেতৃত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা জামায়াতের রাজনীতি সেক্রেটারি কাজী রুহুল আমিন,সদর পৌর আমীর সোহেল রানা ডলার,মেহেরপুর ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন
মেহেরপুর জেলা শাখার খেলাফত মজলিসের সভাপতি হুসাইন আহমেদ,মেহেরপুর জেলা শাখার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, সহ জেলা ও উপজেলা ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন