“বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপের আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন-২০২৫
নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: “চলো মিলিত হই, ভাতৃত্বের বন্ধনে” এমন স্লোগানকে সাথে নিয়ে “বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০জানুয়ারি-২৫) ‘বাড়ি মেহেরপুর’ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক (এডমিন) এডভোকেট এম.এম নুরুজ্জামান বাবুর উপস্থিতিতে মুজিবনগর আম্রকাননে আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়। বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপ একটি অরাজনৈতিক সামাজিক ও সেবামূলক সংগঠণ।