Home » “বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপের আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন-২০২৫

“বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপের আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন-২০২৫

কর্তৃক Md. Sohel Rana
138 ভিউস

“বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপের আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন-২০২৫

নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: “চলো মিলিত হই, ভাতৃত্বের বন্ধনে” এমন স্লোগানকে সাথে নিয়ে “বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

“বাড়ি মেহেরপুর” ফেসবুক গ্রুপের সদস্যবৃন্দ (গ্রুপ ছবি একাংশ)

শুক্রবার(১০জানুয়ারি-২৫) ‘বাড়ি মেহেরপুর’ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক (এডমিন) এডভোকেট এম.এম নুরুজ্জামান বাবুর উপস্থিতিতে মুজিবনগর আম্রকাননে আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়। বাড়ি মেহেরপুর ফেসবুক গ্রুপ একটি অরাজনৈতিক সামাজিক ও সেবামূলক সংগঠণ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন