মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
গাংনী সংবাদদাতা: মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। গাংনী থানা সূত্রে জানা যায়, বুধবার(৮জানুয়ারি-২৫) বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর আকুবপুর বাজারে যাত্রীবাহী বাস নং (কক্সবাজার জ-০৪-০০২১) ও মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কলেজ ছাত্র সিয়াম নিহত হয়।
সিয়ামের সাথে থাকা বন্ধু আব্দুল আল বাকীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন।এলাকার সূত্রে জানা যায়, নিহতরা হলেন, গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক চাঁদের ছেলে ও কুষ্টিয়া ইসলামীয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সিয়াম হােসেন(১৮), একই গ্রামের সােহরাব হােসেনের ছেলে আব্দুল আল বাকী কুষ্টিয়া ইসলামীয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আজ কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেষ করে গাংনী ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুখে পড়েন। এই ২জন কলেজ ছাত্রের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে সাংবাদিকদের গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) বানী ইসরাইল ঘটনার স্থানে পুলিশ পাঠিয়েছে বলে জানান।