Home » গাংনীতে জামায়াতের কর্মী সম্মেলন-২৪ সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল

গাংনীতে জামায়াতের কর্মী সম্মেলন-২৪ সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল

কর্তৃক Md. Sohel Rana
45 ভিউস

গাংনীতে জামায়াতের কর্মী সম্মেলন-২৪ সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল

সাইফুল ইসলাম; গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী বাজারে জামায়াতের কর্মী সম্মেলন-২৪ সফল করার লক্ষ্যে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

স্বাগত মিছিলের খণ্ড চিত্র

শনিবার(২১ডিসেম্বর-২৪) বিকাল ৫টার সময় মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি গাংনী বড় বাজার রেজাউল চত্বরে বর্তমান (আবু-সাঈদ) চত্বরে এসে শেষ হয়।

এ সময় গাংনী পৌর জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। বক্তব্যে জামায়াতের কর্মীদের উদ্দেশ্যে নেতারা বলেন, আপনাদের চেষ্টায় মাধ্যমে আগামিকালের কর্মী সম্মেলন সফল করতে হবে। জামায়াতের একটি সাধারণ কর্মী দ্বারা কোন সাধারণ জনগণ যেন কোন প্রকার কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

জানা গেছে- আগামীকাল ২২ডিসেম্বর রবিবার দুপুর ২টায় গাংনী ফুটবল মাঠে জামায়াতের কর্মী সম্মেলন উপস্থিত থাকবেন, মোবারক হোসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর-কুষ্টিয়া অঞ্চল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ডাঃ আলমগীর বিশ্বাস অঞ্চল টিম সদস্য, মাওলানা তাজউদ্দীন খান জেলা আমীর মেহেরপুর, অ্যাডভোকেট রুহুল আমিন জেলা আমীর চুয়াডাঙ্গা, অনুষ্ঠান সভাপতিত্ব করবেন, ডাঃ রবিউল ইসলাম, আমির গাংনী উপজেলা। গাংনী উপজেলা বাসিকে জামায়াতের পক্ষ থেকে আহ্বান জানিয়েছে, আগামীকাল ২টায় গাংনী ফুটবল মাঠে দলে দলে জামায়াতের কর্মী সম্মেলন-২৪ সফল করবেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন