Home » মেহেরপুরের আগামীকাল ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমঝুপি বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মেহেরপুরের আগামীকাল ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমঝুপি বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
72 ভিউস

আমঝুপি সংবাদদাতা
১৫/১২/২৪
মেহেরপুরের আগামীকাল ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমঝুপি বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমঝুপি বিএনপি অফিসের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক লিটন, বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোস্তাক রাজা, সাবেক যুবদলের সদর থানার সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, মোহাম্মদ বমোঃ আব্দুল আউয়াল, মুসাদ আলী, মোঃ রিপন, মোঃ জাকির হোসেন, ছাত্রনেতা মোঃ আশিক রেজা, মোঃফারুক হোসেন, যুবদলের নেতা হাসানুজ্জামান( বিপলু), মোহাম্মদ ফারর্দুল, হযরত আলী, ডাবলু, জুয়েল, হাবিবুর, প্রমোক্ষ। বক্তারা বলেন আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে বিএনপির উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে হবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন