Home » মুজিবনগরে বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় মালামালসহ আটক-৪

মুজিবনগরে বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় মালামালসহ আটক-৪

কর্তৃক Md. Sohel Rana
18 ভিউস

মুজিবনগরে বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় মালামালসহ আটক-৪

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে বিজিবি’র অভিযানে নেশা জাতীয় দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামালসহ চোরাকারবারী আটক-৪, মুজিবনগরে ভারতীয় ফেন্সিডিল, একুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশনসহ ৪চোরাকারবারী কে আটক করেছে মুজিবনগর বিজিবি।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১ডিসেম্বর-২৪) ভোর ৪টার দিকে মুজিবনগর উপজেলার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬) এর মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার  রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন  ৭৫০পিস, একুরিয়াম মাছ, ৫বোতল ফেন্সিডিল ও ২ টি মোটরসাইকেলসহ ৪ চোরাকারবারিকে আটক করে।

আটককৃতরা হলো- আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁর ছেলে মানিক(২০), মৃত নূর বক্সর ছেলে লাল্টু মিয়া(৩৫), রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন(৩৩) এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)। দুপুরে বিজিবি আটককৃত মালামালসহ আসামীদের মুজিবনগর থানায় সোপর্দ করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, দুপুরে মুজিবনগর বিজিবি ৪জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতাআইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন