Home » মেহেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মকর্তা- কর্মচারীদের মানববন্ধন

মেহেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মকর্তা- কর্মচারীদের মানববন্ধন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
141 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
৩০/০৯/২৪

দুই দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি এ কর্মসূচী পালিত হয়।
সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত চলা এই সারা বাংলাদেশে নেয় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে এজিএম (এম এস সদস্য) মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন,
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরী) শ্যামল মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতি বামুদী জোনাল অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়াল মোঃ রাহাজুল ইসলাম, লাইনম্যান (গ্রেট ২) মোঃ রাজিব আহমেদ, মিটার রিডার ম্যাসেঞ্জার মোঃ সাজন মোল্লা প্রমুখ।
এই সময় বক্তারা, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসান করার দাবী জানান। সেই সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবীও জানান। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন